বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৯:৫৩ অপরাহ্ন
কমলগঞ্জ প্রতিনিধি: :: কমলগঞ্জে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন দৈনিক খবরপত্র পত্রিকার কমলগঞ্জ প্রতিনিধি আব্দুল বাছিত খান। দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
খবর পেয়ে কমলগঞ্জে কর্মরত সংবাদকর্মীরা এবং কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান হাসপাতালে ছুটে যান। তার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় তার অবস্থা আশংকাজনক হওয়ায় সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।
শনিবার (১৩ আগস্ট) দুপুরে কমলগঞ্জ-মৌলভীবাজার সড়কের উবাহাটা (মাদারিবন) এলাকায় হামলার এ ঘটনা ঘটে। এ রিপোর্ট লিখা পর্যন্ত হামলার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।