বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৯:২৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :: মৌলভীবাজার জেলা পরিষদের পক্ষ থেকে শ্রীমঙ্গল প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকদের সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়েছে। রোববার রাতে শ্রীমঙ্গল প্রেসক্লাবের হলরুমে সাংবাদিকদের মাঝে এসব সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এর আগে মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান তফাদার রেজওয়ানা সুমি সুরক্ষা সামগ্রীগুলো প্রেসক্লাবে দেন পৌঁছে ।
সুরক্ষা সামগ্রীর মধ্যে ছিল, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও সাবান। শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিৎ চৌধুরী, সাধারণ সম্পাদক ইমাম হোসেন সোহেল এসব সুরক্ষা সামগ্রী সাংবাদিকদের মাঝে বিতরণ করেন। এসময় শ্রীমঙ্গল প্রেসক্লাবের সহ-সভাপতি দীপঙ্কর ভট্টাচার্য লিটন, যুগ্ন সম্পাদক এম এ রকিব, অর্থ সম্পাদক সৈয়দ ছায়েদ আহমেদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মামুন আহমেদসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।