শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ১১:৪৪ পূর্বাহ্ন
বিকুল চক্রবর্তী: স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে করোনা সচেতনতায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শুরু হয়েছে ভ্রাম্যমান রোড সো। সকাল ১০টায় শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফিতা কেটে এ রোডসো এর উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা: সাদ আহমেদ । এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র মেডিক্যাল অফিসার ডা: মু. আবু নাহিদ, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী ও রোড সো পরিচালনাকারী টীমের ৩ সদস্য।
উদ্বোধন শেষে উপস্থিত জনসাধারণকে মাস্ক ও স্যানিটাইজার বিষয়ে সচেতনতা মুলক ভিডিও প্রদর্শন করা হয়। অতিথিরা জানান, ৪র্থ স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টর কর্মসূচীর আওতায় দেশব্যাপী প্রদর্শনীর অংশ হিসেবে মঙ্গলবার ও বুধবার মৌলভীবাজার জেলার ৫টি পয়েন্টে এ সচেতনতামূলক প্রদর্শনী অনুষ্ঠিত হবে।