রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৮:৫২ পূর্বাহ্ন
অর্জুন দেবনাথ : বাংলাদেশ আওয়ামী যুবলীগ, মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে কোভিড-১৯ সংক্রমনের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সকলকে সর্বাবস্থায় মাস্ক পরিধান ও স্বাস্থ্য সচেতনতা নিশ্চিতকরণের লক্ষ্যে আজ দ্বিতীয় দিন ১৫ জুন ২০২১খ্রি. মঙ্গলবার ২০০০ মাস্ক ও ৪০০ হ্যান্ড স্যানেটাইজার বিতরণ করা হয়েছে। জেলা শহরের কুসুমবাগ পয়েন্টে বিতরণে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাউর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. ফজলুর রহমান, কমলগন্জ উপজেলা যুবলীগের আহবায়ক ও পৌর মেয়র মো. জুয়েল আহমদ সহ জেলা যুবলীগ নেতৃবৃন্দ।