শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৫:৩৮ পূর্বাহ্ন
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জ জেলার মাধবপুরে একটি ফেইসবুক আইডিতে ইসলাম ধর্ম অবমাননার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ থেকে একটি লাইব্রেরী ও বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এঘটনায় ১৫ বছর বয়সী তরুনী গনধর্ষণে শিকার হয়ে মারা যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এসময় আরো ২ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শুক্রবার (১৭ডিসেম্বর) বিকেলে মাধবপুর বাজার ও আদাঐর গ্রামে নিহার রঞ্জন গোপের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। জানাযায়, আদাঐর গ্রামের নিহার রঞ্জন গোপের ছেলে টিপু চন্দ্র গোপের ছেলের মাধবপুর বাজারে একটি পাঠাগার ও লাইব্রেরী ছিল। ঐ লাইব্রেরী থেকে ইন্টারনেট ব্রাউজিং করার ব্যবস্থা ছিল। গত ২৮ নভেম্বর লাইব্রেরীর ইন্টারনেট থেকে টিপু চন্দ্র গোপের নামের আইডি থেকে ইসলাম ধর্ম অবমাননা করে কটুক্তি করা হয়। এই কটুক্তি মাধরপুর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, তার ভাই রফিকুল ইসলাম ও জামে মসজিদের ইমাম সহ উত্তেজিত জনতা একটি বিক্ষোভ সমাবেশ থেকে টিপু চন্দ্র গোপকে দায়ী করে তার লাইব্রেরীতে ও বাড়িতে হামলা চালায়। এসময় টিপু চন্দ্র গোপের ছোট বোন লাকী রানী গোপের উপর পাশবিক নির্যাতন করা হয়। দুর্বৃত্তদের হামলায় মারাত্মক ভাবে আহত হন টিপু চন্দ্র গোপ ও তার মা শিলা রানী গোপ। পরে মারাত্মক আহত লাকী গোপকে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষনা করেন। এসময় মাধবপুর বাজারে লাইব্রেরীতে থাকা টিপু চন্দ্র গোপের পিতা নিহার রঞ্জন গোপ ও তার ভাই বাপ্পী চন্দ্র গোপকে পুলিশ থানায় নিয়ে গিয়েছিল বলে অভিযোগ রয়েছে। এব্যাপারে মাধবপুর উপজেলার হিন্দু বৌদ্ধ খিষ্ট্রান ঐক্য পরিষদের সভাপতি হরিশচন্দ্র দেব বলেন, ঘটনাটি খুব দু:খ জনক ও নিন্দনীয়। আদাঐর গ্রামের নিহার রঞ্জন গোপের সাথে মাধবপুর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম এর দ্বন্দের জের হিসাবে পরিকল্পিত ভাবে ঘটানো হয়েছে। মাধবপুর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম নিহার রঞ্জন গোপের দোকান ভিটা ক্রয় করার জন্য বার বার চেষ্টা করে ব্যর্থ হন। গত ২৮ নভেম্বর নিহার রঞ্জন গোপের ছেলের পাঠাগার থেকে ইন্টারনেট ব্রাউজিং এর সময় কে বা কারা তার ছেলের নামে আইডি খোলে ইসলাম ধর্ম অবমাননাকর কুটুক্তি করে। এই বিষয়কে কেন্দ্র করে পুলিশ বাদী হয়ে টিপু চন্দ্র গোপ ও বাপ্পিচন্দ্র গোপের নামে ইসলাম ধর্ম অবমাননা মূলক একটি মামলা দায়ের করা হয়েছে । এদিকে আবার মাধবপুর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম স্থানীয় মুসলিম সম্পদায়কে উসস্কিয়ে দেন। যার ফলে নিহার রঞ্জন গোপের দোকান ও বাড়িতে হামলা হয় এবং জগণ্য ঘটনা ঘটে। আমরা এ জগণ্য ঘটনার বিচার চাই। এব্যাপারে মাধবপুর থানার অফিসা ইনচার্জ বলেন, তারা দুই ভাই বাপ্পী চন্দ্র গোপ এবং টিপু চন্দ্র গোপ ওরা উভয়েই ফেসবুকের মাধ্যমে ইসলাম ধর্মের কটুক্তি মূলক বক্তব্য করেন। ফলে ক্ষোভে ফেটে পড়া বিক্ষোদ্ধ জনতা দোকানে আক্রমণ চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে গিয়ে মাধবপুর বাজারের লাইব্রেরী থেকে বাপ্পি চন্দ্র গোপ এবং তার বাবার নেহার রঞ্জন গুপকে আমরা আটক করি। কিন্তু টিপু চন্দ্র গোপ পালাতক রয়েছে। পাশবিক নির্যাতনে লাকী রানী গোপের মৃত্যুর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিক্ষোদ্ধ জনতার হামলার সময় এক তরুনীর মৃত্যু হয়েছে। কিভাবে মারা গেছে ময়না তদন্ত রিপোর্ট হাতে পেলে বলা যাবে।