বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০১:০৭ অপরাহ্ন
ক্রীড়া ডেস্ক : জিম্বাবুয়ে সফরের জন্য বাংলাদেশের টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেট দল ঘোষণা করেছে বিসিবি। তিন ফরম্যাটেই আছেন সাকিব, তামিম। তিন বছর পর জাতীয় দলে নুরুল হাসান সোহান।
টেস্ট ও ওয়ানডে স্কোয়াডে নেই সৌম্য সরকার; টি-২০ দলের নতুন মুখ শামীম পাটোয়ারী। টাইগারদের টেস্ট ও ওয়ানডে স্কোয়াড সতের সদস্যের। ১৬ সদস্যের টি-টোয়েন্টি দল। ছুটি চাওয়ায় টি-টোয়েন্টি দলে নেই মুশফিকুর রহিম। টেস্ট ও ওয়ানডে খেলে উইকেটরক্ষক ব্যাটসম্যান দেশে ফিরবেন। মুস্তাফিজুর রহমান আছেন ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে।
ওয়ানডে দলে ফিরেছেন রুবেল হোসেন ও তাইজুল ইসলাম। শ্রীলঙ্কার বিপক্ষে পিঠের চোটের কারণে খেলতে পারেননি রুবেল। রুবেল ওয়ানডে দলে থাকলেও নেই টি-টোয়েন্টিতে।
টেস্ট ছাড়াও তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২৯ জুন জিম্বাবুয়ে সফরে যাবে টাইগাররা। সাত জুলাই থেকে সফরের একমাত্র টেস্ট ম্যাচ খেলবে জিম্বাবুয়ে-বাংলাদেশ। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ ১৬ জুলাই।একদিন বিরতি দিয়ে ১৮ জুলাই ২য় ওয়ানডে। ৩য় ও শেষ ওয়ানডে ২০ জুলাই। বিশ্বকাপ সুপার লিগের অংশ থাকবে এই ওয়ানডে সিরিজ। ২৩, ২৫ ও ২৭ জুলাই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুদল।
টেস্ট দলে আছেন যারা- মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল ইসলাম শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলি চৌধুরী, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ রাহি, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী ও শরিফুল ইসলাম।
ওয়ানডে দলে আছেন যারা- তামিম ইকবাল (অধিনায়ক), নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন, নাজমুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সাইফউদ্দিন, মুস্তিফিজুর রহমান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন ও শরিফুল ইসলাম।
টি-টোয়েন্টি দলে আছেন যারা- মাহমুদউল্লাহ (অধিনায়ক), তামিম ইকবাল, নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, সৌম্য সরকার, আফিফ হোসেন, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, শেখ মাহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।
সিরিজ শুরু হবে ৭ জুলাই একমাত্র টেস্ট দিয়ে। ওয়ানডে সিরিজ শুরু ১৬, ১৮ ও ২০ জুলাই। টি-টোয়েন্টি শুরু হবে ২৩ জুলাই। বাকি দুটি হবে ২৫ ও ২৭ জুলাই।