বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৬:০৮ পূর্বাহ্ন
ষ্টাফ রিপোর্টার: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলর ২নং পাটলী ইউনিয়নের সামাট গ্রামের মৃত হাজী সিদ্দেক আলীর ছেলে শহিদ মিয়াকে গজন্নাথপুর থানা পুলিশ খোঁজতেছে। থানা সূত্রে জানা যায় শহিদ মিয়ার বিরুদ্ধে একই উপজেলার পারুয়া গ্রামের মোঃ কুদ্দুস মিয়া চব্বিশ লক্ষ টাকা পাওয়ার দাবীতে বিগত দুই আগষ্ট ২০২২ইং জগন্নাথপুর থানায় মামলা করেন। পরবর্তীতে জগন্নাথপুর থানা পুলিশ তদন্ত করে ঘটনার সত্যতা পায় এবং শহিদ মিয়ার বিরুদ্ধে মাননীয় আদালতে পুলিশ চার্জশীট দাখিল করে। মাননীয় ২নং আমলী আদালত চার্জশীট গ্রহন করে বিগত সাত নভেম্বর ২০২৩ইং শহিদ মিয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ইস্যু করে। মাননীয় আদালত থেকে শহিদ মিয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ইস্যু হওয়ায় শহিদ মিয়াকে গ্রেফতার করার জন্য জগন্নাথপুর থানা পুলিশ শহিদ মিয়ার বাড়িতে একাধিকবার অভিযান পরিচালনা করিয়াছে কিন্তু শহিদ মিয়াকে পুলিশ পায় নাই। শহিদ মিয়াকে গ্রেফতার করার জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে। শহিদ মিয়ার পারিবারিক সূত্রে জানা যায়, অত্র মামলার বাদী বর্তমান ক্ষমতাশীন দল আওয়ামীলীগের জগন্নাথপুর উপজেলা শাখার প্রভাবশালী নেতা মোঃ কুদ্দুছ মিয়া ও স্থানীয় এলাকার আওয়ামীলীগ যুবলীগের নেতা কর্মীদের হুমকি ধামকির ভয়ে শহিদ মিয়া প্রাণ বাঁচানোর জন্য বাংলাদেশ ত্যাগ করে বর্তমানে যুক্তরাজ্য বসবাস করিতেছেন।