1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

অবসর ভেঙে যোগ দিলেন বিপিএল মাতানো তারকা ক্রিকেটার

  • আপডেট টাইম : সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ৬৫ বার পঠিত

ডেস্ক রিপোর্ট :পাকিস্তানের তারকা পেসার মোহাম্মদ আমির অবসর ভাঙার ঘোষণা দিয়েছেন। তিনি নিজেই জানিয়েছেন যে, পাকিস্তানের হয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চান। আর তাই আবারও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফিরতে যাচ্ছেন এই পেসার। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) তৎকালীন পারিচালকদের সঙ্গে মতবিরোধের জের ধরে ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দিয়েছিলেন তিনি। তবে এবার আবারও জাতীয় দলের জার্সিতে মাঠ মাতাতে প্রস্তুত আমির। রোববার (২৪ মার্চ) নিজের অফিসিয়াল এক্সে এই ঘোষণা দেন। এক্সে আমির লিখেছেন, ‘আমি এখনও পাকিস্তানের হয়ে খেলার স্বপ্ন দেখি। জীবন কখনও কখনও এমন এক জায়গায় নিয়ে দাঁড় করায় যখন আপনাকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হয়। পিসিবি এবং আমার মাঝে বেশ কিছু ইতিবাচক আলোচনা হয়েছে। যেখানে তারা আমাকে বুঝতে পেরেছে এবং এটা অনুভব করিয়েছে যে আমি পাকিস্তান দলের জন্য প্রয়োজনীয়।’ আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের জার্সিতে খেলার ইচ্ছা আমিরের। তিনি লিখেছেন, ‘আমার পরিবার এবং শুভাকাঙ্খীদের সঙ্গে আলোচনা করে এটা ঘোষণা করতে চাই যে আসন্ন বিশ্বকাপের জন্য আমি প্রস্তুত আছি। ব্যক্তিগত সিদ্ধান্তের আগে আমি দেশের হয়ে কিছু করতে চাই। সবুজ জার্সি পড়া এবং দেশের সেবা করা সবসময়ই আমার সবচেয়ে বড় আকাঙ্খা ছিল এবং থাকবে।’

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..