সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ১১:৩৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের উচাইল গ্রামে পূর্ব শক্রুতার জের ধরে গত ২৭জুন ভোররাতে মৎস খামারে বিষ প্রয়োগ করে মাছ নিধন করেছে প্রতিপক্ষের লোকজন। জানা গেছে-কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়েনের উচাইল গ্রামের পরাশর দেব এর ৭৩শতক ভুমির উপর নিমিত ফিশারীটি দীর্ঘদিন খেকে একই গ্রামের বাসিন্দা পরেশ চন্দ্র দেব এর পুত্র প্রদীপ কুমার দেব, শক্তিপদ দেব এর পুত্র শততল দেব সহ আরো কয়েকজন প্রভাব-প্রতিপত্তি দেখিয়ে উক্ত ভূমি অবৈধ ভাবে জোরপূর্বক দখল করার পায়তারা করতেছেন। এর জের হিসাবে ভোররাতে ফিশারীতে বিষ প্রয়োগ করে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি সাধন করেন। খামারে বিষ প্রয়োগ করে মাছ নিধন এ ঘটনায় পরাশর দেব এঘটনায় প্রদীপ কুমার দেবগংদের আসামী করে কুলাউড়া থানায় অভিযোগ দায়ের করেছেন। পরাশর দেব ও তার পরিবার এবং স্থানীয়রা আরো বলেন, অবৈধ ভাবে জাল দলিল সৃজন করিয়া অন্যায় ভাবে নিরীহ লোকজনদের নিকট আমার মৌরসী ভূমি তাহাদের মালিকানা দাবী করিয়া বিক্রয় করার চেষ্টা করিয়া আসিতেছে এবং ইতিপর্বে তাদের অনেক মৌরশী সম্পাদ বিক্রি ও করেছেন। সর্বশেষ রবিবার সকালে বিষ ফেলে সকল মাছ মেরে ফেলেছে। পরেশ চন্দ্র দেব গংরা বিভিন্ন ভাবে হয়রানীসহ তাদের মাধ্যমে আমাদের ব্যাপক ক্ষয়-ক্ষতির আশংকা রয়েছে। এ ব্যাপারে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভুষন রায় বলেন- এ বিষয়ে একটি অভিযোগ এসেছে। সরজমিন তদন্তে পুলিশ পাঠিয়েছি ও তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।