সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫৮ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট ::বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য হিসাবে নতুন দায়িত্ব নিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হক। বৃহস্পতিবার (২৮ মার্চ) বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে রাজসিক সংবর্ধনায় দায়িত্ব গ্রহণ করেন তিনি। এদিকে নতুন উপাচার্যকে বরণে বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজন শুরু হয়েছে। উপাচার্যকে বরণে কেউ এসেছেন ফুলেন মালা হাতে, কেউ এসেছেন বাহারি ফুলের সমন্বয়ে সাজানো ফুলের তোড়া হাতে। এ সময় অনেকেই নাচছেন ব্যান্ড পার্টির ঢাক-ঢোলের তালে তালে। সরেজমিন দেখা যায়, সকাল ১০টা থেকেই চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ফুলের মালা নিয়ে জড়ো হতে থাকেন। ক্যাম্পাসে নতুন উপাচার্যকে বরণ করতে সবার ভেতর উদ্দীপনা কাজ করছে। সবাই ফুল হাতে নিয়ে অপেক্ষা করছেন নতুন উপাচার্যকে স্বাগত জানানোর জন্য। রেডি রাখা হয়েছে ব্যান্ড পার্টিকেও। এ সময় অনেকই ব্যান্ড পার্টির ঢাক-ঢোলের তাল মিলিয়ে নেচেছেন। এর আগে বেলা ১২টা ১৫ মিনিটের দিকে স্বপরিবারে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেন ডা. দীন মোহাম্মদ নূরুল হক। এ সময় বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক-নার্সসহ কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুল দিয়ে বরণ করেন। দেশের সবচেয়ে বড় চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানটিতে তিন বছর দায়িত্ব পালন করেছেন শারফুদ্দিন আহমেদ। এ পদের নতুন দায়িত্ব নিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হক। এদিকে দেশের সবচেয়ে বড় চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানটিতে তিন বছর উপাচার্য হিসেবে দায়িত্ব পালন শেষে আজ বিদায় নিলেন অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদের মেয়াদ। গত ১১ মার্চ বিএসএমএমইউর নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পান স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক দীন মো. নূরুল হক।