বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ১১:৪১ অপরাহ্ন
বিনোদন ডেস্ক :: চিত্রনায়িকা বুবলী এখন ‘লিডার, আমিই বাংলাদেশ’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এরই মধ্যে একটি বিজ্ঞাপনের শুটিং করলেন তিনি। এতে তার বিপরীতে রয়েছেন চিত্রনায়ক ইমন।
‘মুক্তা পানি’র এই বিজ্ঞাপনচিত্রটি নির্মাণ করেছেন রবিন খান। আগামীকাল (২৮ জুন) থেকে দেশের বিভিন্ন টিভি চ্যানেল এবং অনলাইন মাধ্যমে বিজ্ঞাপনচিত্রটির প্রচার শুরু হবে।
সম্প্রচারের আগে রোববার (২৭ জুন) সন্ধ্যায় উত্তরার রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ে এর আনুষ্ঠানিক প্রিমিয়ার হতে যাচ্ছে।
প্রিমিয়ারে বিজ্ঞাপনটির দুই মডেল ইমন ও বুবলীর পাশাপাশি উপস্থিত থাকবেন এর জিঙ্গেলে কণ্ঠ দেওয়া সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা।
নির্মাতা জানান, ‘মুক্তা পানি সরকারি অর্থায়নে প্রস্তুত ও বাজারজাত করা হয়ে থাকে। গাজীপুরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে এই পানি তৈরির কারখানাটি অবস্থিত। এখানে যারা কর্মরত রয়েছেন তারা সবাই প্রতিবন্ধী। এখান থেকে যে লাভ হয় তার পুরোটাই প্রতিবন্ধীদের কল্যাণে ব্যয় করা হয়।’