সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ০১:২৪ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি: কুলাউড়ায় করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দুই জন (নারী ও পুরুষ) মারা গেছেন। তারা হলেন, উত্তর কুলাউড়ার বাসিন্দা হারিছ খাঁন (৬০) ও জয়চন্ডি ইউনিয়নের লৈয়ারহাই এলাকার আজিজ উদ্দিনের স্ত্রী হেনা বেগম (৫৫)।এছাড়াও কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে বর্তমানে ৩১ জন রোগী হোম
আইসোলেশনে কুলাউড়া সরকারি চিকিৎসকদের তত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার (৩ জুলাই) মৌলভীবাজারের আল হামরা হাসপাতালে হারিছ মিয়া ও
সিলেটের নুরজাহান হাসপাতালে হেনা বেগম করোনা রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। জানা যায়, হারিছ খাঁন করোনা উপসর্গ নিয়ে গত বুধবার (৩০ জুন) মৌলভীবাজার আল হামরা হাসপাতালে ভর্তি হন। হেনা বেগম করোনা উপসর্গ নিয়ে গত বৃহস্পতিবার (১ জুলাই) সিলেটের নুরজাহান হাসপাতালে ভর্তি হন।
কুলাউড়া কোভিড-১৯ লাশ দাফন টিমের লিডার ইকবাল হোসেন সুমনের নেতৃত্বে টিমের সদস্যরা বাদ সন্ধ্যা ৬টায় লৈয়ারহাই এলাকার হেনা বেগমের দাফন এবং জোহর উত্তর কুলাউড়ার হারিছ খানের দাফন কাজ সম্পন্ন করেন। কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কর্মকর্তা ডা. জাকির হোসেন বলেন, লাশ দাফন টিমের সদস্য সুমন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের করোনার নমুনা সিলেটের শামসুদ্দিন হাসপাতাল ও নর্থ ইস্ট হাসপাতালে পরীক্ষা করা হয়েছিলো।
সকল নাগরিককে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়ে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য, পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ফেরদৌস আক্তার বলেন, করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে হোম আইসোলনে চিকিৎসা নিচ্ছেন ৩১ জন। জরুরী প্রয়োজন ছাড়া কেউ যেন
ঘর থেকে বের না হন এবং অবশ্যই মাস্ক পরিধান বাধ্যতামূলক নিশ্চিত করলেই করোনা নিয়ন্ত্রণ করা সম্ভব।