মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৫:৫৮ অপরাহ্ন
শেখ রিয়াদ ইসলাম স্বপ্ন: করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে দেশে তিন দিনের ৪র্ধ দিনেও সীমিত পরিসরে লকডাউন চলছে। এই লকডাউন চলাকালে রিকশা ছাড়া সব ধরনের গণপরিবহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। তবে এই নির্দেশনা জেলার অলি গলিতে মানা হচ্ছে স্বাস্থ্যবিধি। অথচ জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হচ্ছে। মৌলভীবাজার-শ্রীমঙ্গল- সিলেট রোড,জুড়ি-কুলাউড়া-বড়লেখা সড়ক,কমলগঞ্জসহ ব্যস্থতম বিভিন্ন সড়কসহ অলিগলিতে। সরকার নিষেধাজ্ঞা আরোপ করলে জেলা ও উপজেলার সড়কে মানুষের ঢল নেমেছে। শুধু তাই নয় প্রশাসনের জেল-জরিমানাসহ শত চেষ্টার মাজেও অনেকে ব্যবসা প্রতিষ্টান খুলে ব্যবসা বানিজ্য চালিয়ে যাওয়ার চেষ্টা করছে।
মৌলভীবাজার সদর উপজেলায় আজ ৪র্থ দিনে সকাল থেকে দুপুর ১ টা পর্যন্ত ১০টি অীভযানে ৪৭টি মামলা, জরিমানা ২৬ হাজার টাকা ও সামিিয়ক আকট করা হয়েছে২৭ জনকে বলে জেলা প্রশাসন কর্তৃক জানা গেছে। এসময় সেনাবাহীনি,আনসার,স্বাউটসসহ জেলা ম্যাজিস্ট্রেটগন ছিলেন।