1. newsmkp@gmail.com : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. info@fxdailyinfo.com : admi2017 :
  3. admin@mkantho.com : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৫:৩৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

করোনায় আক্রান্ত স্ত্রী-ছেলেসহ মৌলভীবাজার জেলা প্রশাসক

  • আপডেট টাইম : সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ৬৪৯ বার পঠিত

স্টাফ রিপোর্টার : সপরিবারে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। বিষয়টি নিশ্চিত করে সোমবার (৫ জুলাই) বিকালে তিনি বলেন, বাসার সবার ঠান্ডা, কাশি ও জ্বর দেখা দিলে নমুনা পরীক্ষা করানো হয়। এতে আমি, আমার স্ত্রী ও দুই সন্তানের রিপোর্টে পজিটিভ আসে। বর্তমানে চিকিৎসকের তত্ত্বাবধানে সরকারি বাসভবনে আইসোলেশনে আছি। এদিকে, সারাদেশে চলমান কঠোর লকডাউন বাস্তবায়নে রবিবারও (০৪ জুলাই) মাঠে ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক।

প্রসঙ্গত, মীর নাহিদ আহসান মৌলভীবাজারে জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনের এক বছর পূর্ণ করেছেন। গত বছরের ৫ জুলাই তিনি এ জেলার প্রশাসক হিসেবে যোগদান করেন।উল্লেখ্য, মৌলভীবাজারে গত ২৪ ঘণ্টায় ১৪২টি নমুনা পরীক্ষায় ৬১ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে একজনের মৃত্যু হয়েছে।সিভিল সার্জন অফিস থেকে পাওয়া তথ্যমতে, জেলায় এ পর্যন্ত মোট তিন হাজার ১৮২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৩৭ জন। এছাড়া সুস্থ হয়েছেন দুই হাজার ৭৩২ জন।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..