বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৫:৩৮ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : সপরিবারে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। বিষয়টি নিশ্চিত করে সোমবার (৫ জুলাই) বিকালে তিনি বলেন, বাসার সবার ঠান্ডা, কাশি ও জ্বর দেখা দিলে নমুনা পরীক্ষা করানো হয়। এতে আমি, আমার স্ত্রী ও দুই সন্তানের রিপোর্টে পজিটিভ আসে। বর্তমানে চিকিৎসকের তত্ত্বাবধানে সরকারি বাসভবনে আইসোলেশনে আছি। এদিকে, সারাদেশে চলমান কঠোর লকডাউন বাস্তবায়নে রবিবারও (০৪ জুলাই) মাঠে ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক।
প্রসঙ্গত, মীর নাহিদ আহসান মৌলভীবাজারে জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনের এক বছর পূর্ণ করেছেন। গত বছরের ৫ জুলাই তিনি এ জেলার প্রশাসক হিসেবে যোগদান করেন।উল্লেখ্য, মৌলভীবাজারে গত ২৪ ঘণ্টায় ১৪২টি নমুনা পরীক্ষায় ৬১ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে একজনের মৃত্যু হয়েছে।সিভিল সার্জন অফিস থেকে পাওয়া তথ্যমতে, জেলায় এ পর্যন্ত মোট তিন হাজার ১৮২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৩৭ জন। এছাড়া সুস্থ হয়েছেন দুই হাজার ৭৩২ জন।