রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪, ০২:২৩ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট :: দেশে করোনাভাইরাসের মৃত্যুর মিছিল কিছুতেই থামছে না। প্রতিনিয়ত বেড়েই চলছে করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ঢাকার বাইরের বিভিন্ন জেলায় করোনা ও উপসর্গ নিয়ে ২২৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
আজ রোববার (১১ জুলাই) জেলা প্রতিনিধিদের পাঠানো খবরে এ তথ্য জানা গেছে।
গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যু ঘটেছে রংপুরে। এ জেলায় মৃত্যু হয়েছে ২১ জনের। রাজশাহী-১৯, কুষ্টিয়ায়-১৭, বগুড়ায়- ১৭, রংপুরে-২১ জন, খুলনায়-১৪ জন, চট্টগ্রামে-১৪, ময়মনসিংহে-১৪ জন, নাটোরে-১৪, চট্টগ্রামে-১৪ জন, বরিশালে-১৩ জন, চুয়াডাঙ্গায়-১১ জন, মেহেরপুরে-১০।
এছাড়া, নোয়াখালীতে-৭ জন, রাজবাড়ীতে ৭ জন, নড়াইলে-৭, সিলেটে-৭, ঝিনাইদহে-৬ জন, ফরিদপুরে-৬, কুমিল্লায়-৫ জন, মাগুরায়-৪, বাগেরহাটে-৩, শেরপুরে-২ জন, পটুয়াখালী-১ জন।