বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৯:৪৮ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: মৌলভীবাজারে পৌঁছেছে সিনোফার্মের ২৯ হাজার ৬০০ ডোজ VEROCELL টিকা। রোববার (১১ জুলাই) বেলা ২টায় এগুলো জেলায় এসে পৌঁছায়।
রোববার শীতাতপ নিয়ন্ত্রিত গাড়িতে ঢাকা থেকে এই টিকা মৌলভীবাজারে আসে। জেলার ইপিআই ভবনে সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদসহ টিকাগ্রহণ কমিটির সদস্যবৃন্দ টিকাগুলো গ্রহণ করেন।
জেলার সিভিল সার্জন বলেন, টিকাগুলো ইপিআই স্টোরে সংরক্ষণ করা হয়েছে। এরপর বিভিন্ন কেন্দ্রে পাঠানো হবে। টিকা প্রদান চলমান আছে। পূর্বে রেজিস্ট্রেশন করা অথবা ৩৫ বছর ঊর্ধ্ব ব্যক্তিবর্গ নতুন রেজিস্ট্রেশন করে ১ম ডোজ টিকা গ্রহণ করতে পারবেন।