1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ১২:৫৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

পাকিস্তানে প্রতিনিধি দল পাঠাচ্ছে আইসিসি

  • আপডেট টাইম : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ১০৭ বার পঠিত

ডেস্ক রিপোর্ট : অনিশ্চয়তার মধ্যে এবার পাকিস্তান সফরে আসবে আইসিসির একটি প্রতিনিধি দল। চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরে আইসিসির এই ডেলিগেট টিম পরিদর্শন করবে ভেন্যু ও দেশটির প্রস্তুতি। তবে কবে নাগাদ পাকিস্তান ভ্রমণে আসবে প্রতিনিধি দল তা নিয়ে পিসিবিকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এমন খবর প্রকাশ করেছে পাকিস্তানের বেশ কিছু গণমাধ্যম।
এক চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরে ভারত পাকিস্তানের গড়িমসি যেন শেষ হওয়ার নয়। এই নাটকীয়তা হার মানাবে যেকোনো মেগা সিরিয়ালকেও। টুর্নামেন্ট খেলতে ভারত পাকিস্তানে যাবে না। আর আয়োজক পাকিস্তানও নাছোড়বান্দা। কোনোভাবেই আয়োজক স্বত্ব হারাতে চায় না তারা। এতসব অনিশ্চয়তার মধ্যে চূড়ান্ত সূচিও প্রকাশ করেনি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। টুর্নামেন্ট মাঠে গড়াবে নিয়েই ধোঁয়াশা কাটেনি।
২৬ নভেম্বর আফগানিস্তান সফর দিয়ে শুরু হবে ট্রফির বিশ্ব ভ্রমণ। তবে ভারত এখনো পাকিস্তানে গিয়ে খেলতে সম্মতি না জানানোয় টুর্নামেন্ট হাইব্রিড মডেলে কিংবা ভারতের মাটিতে আয়োজনের পরিকল্পনা করছে আইসিসি। যেখানে স্পষ্টই ভারতের পক্ষে অবস্থান ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার। যা নিয়ে রীতিমতো ক্ষোভে ফুঁসছে পিসিবি ও দেশটির ক্রিকেট সমর্থকরা। এমন পরিস্থিতিতে আইসিসির একটি প্রতিনিধি দল পাকিস্তান সফরে যাচ্ছে বলে খবর প্রকাশ করেছে পাকিস্তানের বেশ কিছু সংবাদমাধ্যম।
আইসিসির সেই প্রতিনিধি দল কবে নাগাদ পাকিস্তান সফর করবে তা নিয়ে এখনো নিশ্চিত কিছুই জানা যায়নি। ধারণা করা হচ্ছে, আগামী সপ্তাহে পাক ভ্রমণে যাবে আইসিসির ডেলিগেটরা। যদিও এখন পর্যন্ত নাকি আইসিসি থেকে কোনোরকম আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করা হয়নি পিসিবির পক্ষ থেকে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের একটি সূত্রের বরাতে এমন খবর প্রকাশ করে গণমাধ্যমগুলো। শুধু তাই নয়, পিসিবির সূত্র আরও জানায় পাকিস্তান সফরের আগে বিসিসিআইয়ের সঙ্গে আলোচনায় বসবে আইসিসি।
এতসব অনিশ্চয়তার মধ্যে ক’দিন আগেই বিসিসিআইয়ের বিরুদ্ধে অভিযোগ ওঠে, অংশগ্রহণকারী অন্য দেশগুলোকে নাকি অর্থের প্রলোভন দেখাচ্ছে ভারতীয়রা। টুর্নামেন্ট হাইব্রিড মডেলে আয়োজনের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। তবে ১০০ দিনেরও কম সময় বাকি থাকা টুর্নামেন্টটিকে ঘিরে এখন অচলাবস্থা।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..