রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৭:৩৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার::পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দুস্থ্য ও অসহায়দের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।
১৭ জুলাই শনিবার সকালে মৌলভীবাজার পৌরসভার ব্যবস্থাপনায় পৌর জনমিল কেন্দ্রে পৌর মেয়র মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মাদ জাকারিয়া, জেলা পরিষদ চেয়ারম্যান মিজবাহুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রনধির রায় কানু।
মৌলভীবাজার পৌরসভার প্রতিটি ওয়ার্ডের দুস্থ ও অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ১০ কেজি করে ভিজিএফ চাল দেয়া হয়েছে।
পৌর মেয়র ফজলুর রহমান বলেন ঈদুল আযহা উপলক্ষ্যে প্রানমন্ত্রীর উপহার হিসেবে মৌলভীবাজার পৌরসভায় প্রায় ৮ হাজারের উপরে হতদরিদ্রের জন্য ১০ কেজি করে চাল বরাদ্ধ দেয়া হয়েছে। এ চাল বিতরণের আজ উদ্বোধন করা হয়েছে। আগামী দুই দিন স্বাস্থ্যবিধি মেনে আরও চাল বিতরণ করা হবে। চাল বিতরণকালে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার পৌরসভার কাউন্সিলর ও পৌর কর্মকর্তা কর্মচারী বৃন্দ।