শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ১১:৫০ অপরাহ্ন
স্টাফ রিপোটার: মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক মহিলা এম পি,ও খালেদা রব্বানী ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিন বক্স রোগমুক্তি কামনায় মৌলভীবাজার জেলা ছাত্রদলের এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে।
উক্ত দোওয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি মিজানুর রহমান মিজান, যুগ্ম সাধারণ সম্পাদক মহিতুর রহমান হেলাল, মৌলভীবাজার পৌর বিএনপির সদস্য সচিব মনোয়ার রহমান,মৌলভীবাজার সদর থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মামুনুর রশিদ মামুন, মৌলভীবাজার জেলা ছাত্রদলের সভাপতি রুবেল আহমদ সহ-সভাপতি ইসহাক আহমদ রাহিন,সহ সভাপতি মোজাম্মেল হুসাইন সাজু, সহ সভাপতি রাকিব আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক জায়েদ আহমদ,যুগ্ম সাধারণ সম্পাদক ইমন আহমদ,যুগ্ম সাধারণ সম্পাদক রাব্বি, যুগ্ম সাধারণ সম্পাদক তাজুদ আহমদ,সহ সাধারণ সম্পাদক শুভ, দপ্তর সম্পাদক রুমেল আহমেদ, জাকারিয়া, তুসার,জুনেদ,সাব্বির, লিখন প্রমুখ।
উল্যেখ্য বেগম খালেদা রব্বানী ঢাকার একটি হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ও মতিন বক্স তার বাসায় করুণায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।