সোমবার, ২৭ মার্চ ২০২৩, ১০:৪৪ পূর্বাহ্ন
শ্রীমঙ্গল প্রতিনিধি :: শ্রীমঙ্গলে পুষ্টি উন্নয়নে সহযোগিতা জোরদারকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ১১ টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদ ক্যাম্পাসে অবস্হিত উপজেলা কৃষি অফিস প্রশিক্ষন কেন্দ্রে বেসরকারি সংস্হা সূচনা কর্মসুচি’র আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন সূচনা কর্মসুচি’র মৌলভীবাজার জেলা কো-অর্ডিনেটর মো. আনিসুর রহমান।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার জনাব নজরুল ইসলাম।
কর্মশালায় পুষ্টি উন্নয়নের লক্ষ্যে সূচনা কর্মসুচি কর্তৃক বাস্তবায়নাধীন বিভিন্ন কর্মকান্ড এবং তার অগ্রগতি বিষয়ে বিস্তারিত তথ্য মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে উপস্হাপন করেন উপজেলা প্রকল্প সমন্বয়কারী মোস্তফা হায়দার মিলন।
কর্মশালায় উপস্হিত ছিলেন শ্রীমঙ্গলের এসি ল্যাণ্ড মো. নেছার উদ্দিন, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিতালি দত্ত, কৃষি সম্প্রসারন কর্মকর্তা মো. শিপন মিয়া, শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. কর্ণ চন্দ্র মল্লিক প্রমুখ ।
কর্মশালায় আরো উপস্হিত ছিলেন আইডিই’র সিনিয়র টেকনিক্যাল অফিসার কানাই লাল দাস, ওয়ার্ল্ডফিস’র ফিসারিজ ডেভেলপমেন্ট অফিসার হাবিবুর রহমান, হেলেন কিলার ইন্টারন্যাশনাল’র টেকনিক্যাল অফিসার ইন্দিরা ঠাকুর, সুচনা কর্মসুচি’র কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার রমানাথ রায়, ইউনিয়ন কো-অর্ডিনের শ্যামল কান্তি বৈদ্য প্রমুখ।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সূচনা কর্মসুচি’র মনিটরিং অফিসার চৌধুরী আমির হামজা ও ইউনিয়ন কো-অর্ডিনেটর মমতা দাস।