1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৩:০২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

প্রেমের চর্চা নিয়ে অসহ্য তৃপ্তি

  • আপডেট টাইম : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ৬৮ বার পঠিত

ডেস্ক রিপোর্ট : কয়েক বছর আগে বলিউডে পা রাখেন অভিনেত্রী তৃপ্তি দিমরি। কিন্তু তার শুরুটা মধুর ছিল না। ‘বুলবুল’ ও ‘কলা’ সিনেমায় অভিনয় করে খ্যাতি লাভ করেন ২৯ বছর বয়সী এই অভিনেত্রী।
২০২৩ সালের ১ ডিসেম্বর মুক্তি পায় তৃপ্তি অভিনীত ‘অ্যানিমেল’ সিনেমা। এতে নগ্ন দৃশ্যে অভিনয় করে হইচই ফেলে দেন। অনেক দিন ধরে গুঞ্জন উড়ছে, ব্যক্তিগত জীবনে মডেল-ব্যবসায়ী স্যাম মার্চেন্টের সঙ্গে প্রেম করছেন তৃপ্তি। গত সপ্তাহে ফিনল্যান্ডে একসঙ্গে ছুটি কাটান তারা। ফলে এ জুটির প্রেম নিয়ে জোরালো চর্চা চলছে।
স্যাম মার্চেন্টের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে বহুবার খবরের শিরোনাম হয়েছেন তৃপ্তি। তবে কখনো মুখ খুলেননি। এবার তার প্রেমের চর্চা নিয়ে টাইমস অব ইন্ডিয়াকে সাক্ষাৎকার দিয়েছেন তৃপ্তি। যদিও সম্পর্কে থাকার ব্যাপারটি নিয়ে স্পষ্টভাবে ‘হ্যাঁ’ কিংবা ‘না’ কোনোটাই বলেননি।
এ আলাপচারিতায় জানতে চাওয়া হয়, আপনার ব্যক্তিগত জীবন নিয়ে ক্রমাগত চর্চা চলছে। এটি কীভাবে দেখেন? জবাবে তৃপ্তি দিমরি বলেন, “কখনো কখনো এটি খুবই অসহ্য লাগে। কারণ আমি আমার স্বাধীনতাকে ভালোবাসি। আর সেইসব দিনের কথা মনে পড়ে, যখন মাস্ক ছাড়া ভাবনাহীনভাবে রাস্তায় হেঁটে বেড়াতাম।”
মানুষের কৌতুহলে ভীষণ বিরক্ত হলেও তারকা হওয়ারও যে বিড়ম্বনা রয়েছে তা উপলদ্ধি করতে পেরেছেন তৃপ্তি। তার ভাষায়, “আপনি জানেন, এখন আপনি একজন তারকা। সুতরাং মানুষ আপনার ব্যক্তিগত জীবন নিয়ে কৌতুহলী হবেই! মানুষ জানতে চায় আপনি কি করছেন।”
২০২০ সালে ‘বুলবুল’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেন তৃপ্তি। এটি প্রযোজনা করেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। ওই সময়ে শোনা যায়, আনুশকার ভাই কার্নেশ শর্মার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তৃপ্তি। তবে ২০২৩ সালের জুনে ভেঙে যায় এই সম্পর্ক। এরপর স্যামের সঙ্গে নাম জড়ায় তৃপ্তির।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..