রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৫:৪৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :: মৌলভীবাজারে পাঠ্যবই থেকে আদিবাসীর গ্রাফিতি বাতিল ও সংক্ষুব্ধ আদিবাসী যুব সমাজের উপর হামলার প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ আদিবাসী ফোরাম মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে বহস্পতি বার দুপুরে মৌলভীবাজার চৌমুহনী চত্তরে আয়োজিত এ মানববন্ধনে বক্তব্যদেন আদিবাসী নেতা ফিলাপত্মী, জনক দেববর্মা, আদিবাসী নেত্রী বাবলী তালাং ও এডভোকেট হাসান । পরে তারা শহরে একটি বিক্ষোভ মিছিল বের করেন।
বক্তারা বলেন, প্রতিক্রিয়াশীল সংগঠন সভেরেনিটি এর সন্ত্রাসী হামলায় নবম ও দশম শ্রেণীর পেছনের পাতার সম্প্রীতির সেই গ্রাফিতিটি পুণ সংযোজনের দাবী কোন দোষের কিছু নয়।এই দাবীর আন্দোলনকে রক্তাক্ত করা হয়েছে। তারা এর ন্যায় বিচার দাবী করেন।