1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

কমলগঞ্জে আইনশৃঙ্খলার অবনতি, এক সপ্তাহে তিন খুন সহ বেড়েছে চুরি ডাকাতি

  • আপডেট টাইম : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ৮৫ বার পঠিত

কমলগঞ্জ প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় আইনশৃঙ্খলার ব্যাপক অবনতি সহ এক সপ্তাহে তিনটি খুনের ঘটনা ঘটেছে। ব্যাপক হারে বেড়েছে চুরি ডাকাতি সহ সরকারি সম্পদ বালি, মাটি, বনের গাছ লুটপাট বৃদ্ধি পেয়েছে। এসব কর্মকাণ্ডে সাধারণ মানুষ আতঙ্কে দিনাতিপাত করছেন। প্রতিরোধে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী নিরবতা ভূমিকা পালন করছেন।

গত ১২ জানুয়ারী কমলগঞ্জ পৌর এলাকার উত্তর আলেপুর গ্রামে স্বামী আজদ বক্স কর্তৃক স্ত্রী মনোয়ার বেগম (৩৫) কে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। গত ১৬ জানুয়ারি সকালে সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের কুরঞ্জি চা বাগানের পাহাড়ি ছড়া থেকে দীপেন মুন্ডা (২৮) নামের এক চা শ্রমিকের মরদেহ উদ্ধার। একই দিনের সন্ধ্যায় উপজেলার মাধবপুর ইউনিয়নের বাজার লাইন এলাকায় পূর্ব শত্রুতার জেরে দোকানে ঢুকে বড় ভাই মর্তু মিয়ার স্ত্রী কারিমা বেগমকে ছুরিকাঘাতে খুন করেছে দেবর মঞ্জুর মিয়া।

এছাড়া প্রায় প্রতিদিনে রাতে উপজেলার বিভিন্ন বালু মহাল থেকে অবৈধভাবে বালু পাচার ,সরকারি বন ভুমি থেকে গাছ পাচারের ঘটনা ঘটছে।

বিগত কয়েকদিন ধরে মুন্সীবাজার,পতনউষার,আদমপুর,মাধবপুর, শমশেরনগর সহ বিভ্ন্নি গ্রামে বাড়িঘর থেকে রাতের আঁধারে গরু মহিষ চুরির ঘটনা ঘটেছে। তাছাড়া প্রায় রাতে উপজেলার কোনো না কোনো গ্রামে মসজিদের মাইকে ডাকাত প্রবেশ করেছে বলে ঘোষণা প্রচারিত হয়। এতে উপজেলার সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ উৎকন্ঠা বুদ্ধি পেয়েছে। দ্রুত প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উন্নতি না ঘটলে এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটতে থাকবে।

এ বিষয়ে মৌলভীবাজার পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন পিপিএম জানান, ‘ইতিমধ্যে কমলগঞ্জ থেকে কিছু ডাকাত আটক করা হয়েছে। পুলিশের অভিযান তৎপর রয়েছে।

এক সপ্তাহে তিনটি খুনের বিষয়টি নিশ্চিত করে তিনি আরও বলেন, আসামিদের আটক করা হয়েছে। এগুলো পারিবারিক দ্বন্দ্বের কারনে হচ্ছে। তবে চুরি ডাকাতির বিষয়ে পুলিশ সক্রিয় রয়েছে।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..