1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৭:০২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

তোমার হলো শুরু, আমার সর্বনাশ…

  • আপডেট টাইম : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৮ বার পঠিত

ডেস্ক রিপোর্ট : তোমার হলো শুরু, আমার হলো সারা! ওমর মারমুশকে এই লাইনটা এখন বলতেই পারেন লিভারপুলের মিশরীয় তারকা মোহাম্মদ সালাহ। অলরেডদের সঙ্গে সামনের জুন পর্যন্ত চুক্তি আছে সালাহর। ধারণা করা হচ্ছে এরপর সৌদি প্রো লিগে পাড়ি জমাবেন এই ৩২ বছর বয়সী উইঙ্গার। সেক্ষেত্রে ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) শেষ ৮ বছরের মিশরীয় রাজত্ব শেষ হয়ে যেত। তবে ইপিএলে তৃতীয় ম্যাচেই হ্যাটট্রিক করে নিজের জাত চেনালেন মারমুশ। জানান দিলেন, সালাহ চলে গেলেও সেই স্থান নিতে এসে পড়েছেন নতুন আরেক মিশরীয়।
শনিবার (১৫ ফেব্রুয়ারি, ২০২৫) ইপিএলে উড়তে থাকা নিউক্যাসলকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে ম্যানচেস্টার সিটি। মাত্র ১৪ মিনিটের মধ্যে তিন গোল করে দলের জয়ে অসামান্য ভূমিকা রাখেন মারমুশ।
ঘরের মাঠ ইতিহাদে এদিন ছয়টি পরিবর্তন এনে প্রথম একাদশ সাজান পেপ গার্দিওলা। বের্নার্ডো সিলভা ও কেভিন ডি ব্রুইনার মতো অভিজ্ঞদের স্থান হয়েছিল বেঞ্চে। তবে ম্যাচের শুরু থেকেই সফরকারী নিউক্যাসলের ওপর দাপট ছিল সিটির।
স্বাগতিক দর্শকরা প্রথম উৎসবে মাতেন ১৯ মিনিটে। সিটির ব্রাজিলিয়ান গোলরক্ষক এডারসনের বাড়ানো বল হেড দিয়ে ক্লিয়ার করতে ব্যর্থ হন ক্যাসল ডিফেন্ডার। সেই সুযোগে বক্সের বাইরে থেকে নেওয়া চিপ শটে মারমুশ নিজের গোলের খাতা খোলেন। এ নিয়ে প্রিমিয়ার লিগের ইতিহাসে গোলরক্ষক হিসেবে সর্বোচ্চ ৬ গোলে অ্যাসিস্ট করলেন এডারসন। পাঁচ মিনিট পরই মারমুশ দ্বিতীয় গোল পেয়ে যান ইলকাই গুন্দোয়ানের পাস থেকে। এরপর স্যাভিনিওর অ্যাসিস্টে ৩৩তম মিনিটে হ্যাটট্রিকও পূর্ণ করেন ২৬ বছর বয়সী এই মিশরীয়।
ম্যাচের ৮৪ মিনিটে আর্লিং হালান্ডের হেড থেকে গোল করে নিউক্যাসলের কফিনে শেষ পেরেকটা ঠুকে দেন জেমস ম্যাকাটি। এই জয়ে ২৫ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে ইপিএল পয়েন্ট টেবিলের চারে অবস্থান করছে ম্যানসিটি। এক ম্যাচ কম খেলা লিভারপুল ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে। সমান ২৫ ম্যাচে ৫৩ ও ৪৭ পয়েন্ট নিয়ে যথাক্রমে টেবিলের দুই ও তিনে রয়েছে আর্সেনাল ও নটিংহ্যাম ফরেস্ট।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..