বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৪:৫৬ অপরাহ্ন
সালেহ আহমদ (স’লিপক): সিলেট নগরীর লাউয়াই নূর জাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রধান সহকারী অধ্যাপক মো. নুরুল ইসলাম।
কলেজের অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার পবিত্র ওমরা পালনের জন্য সপরিবারে সৌদি আরব অবস্থানকালিন অধ্যাপক নুরুল ইসলাম ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নূর জাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রী কলেজ গভর্নিং বডির প্রাক্তন শিক্ষানুরাগী সদস্য সিনিয়র সাংবাদিক হাজী এম আহমদ আলী।
কলেজ অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদারের সভাপতিত্বে ও ইংরেজি বিভাগের প্রধান সহকারী অধ্যাপক এম এ বায়েছ এর সঞ্চালনায় অনুষ্ঠানে সহকারী অধ্যাপক মোহাম্মদ আব্দুল জলিল, সহকারী অধ্যাপক এম এ আজিজ, সহকারি অধ্যাপক মোহাম্মদ মোবারক হোসেন, সহকারি অধ্যাপক মোহাম্মদ ইমান আলী, সহকারী অধ্যাপক মুকুল চন্দ্র রায়, সহকারি অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন, সহকারী অধ্যাপক অপু দাস, সহকারি অধ্যাপক মোঃ রামিন আহমদ, সহকারি অধ্যাপক তাহমিনা রশিদ, সহকারী অধ্যাপক রিপা রায়, সহকারি অধ্যাপক তামান্না আফরীন মিতুল, সহকারি অধ্যাপক নাসরিন আক্তার, সহকারি অধ্যাপক খালেদা সুলতানা, সহকারী অধ্যাপক পাপিয়া ভট্টাচার্য, সহকারী অধ্যাপক মোছাঃ ফাহমিদা ইয়াসমিন, সহকারি অধ্যাপক মোছাঃ তাসলিমা বিলকিছ, সহকারী অধ্যাপক শিরিনা বেগম, সহকারী অধ্যাপক রোমানা সুলতানা প্রমূখ উপস্থিত ছিলেন।