বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৫:২৬ অপরাহ্ন
সিলেট প্রতিনিধি: উৎসবমুখর পরিবেশে সিলেট স্কলার্সহোম প্রিপারেটরি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
আজ মঙ্গলবার সকালে স্কলার্সহোম শিবগঞ্জ শাখায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠান উদযাপন করা হয়। অধ্যক্ষ প্রাণবন্ধু বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর (অব:) নাজিম মজুমদার৷ আরও উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ শানিজ ফাতেমা ইব্রাহিম, কো-অর্ডিনেটর শর্মিলী রায়সহ শিক্ষকবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা প্রদানের মাধ্যমে শিক্ষার্থীরা বরণ করে এবং অভিনন্দন জানায়। জাতীয় সংগীত পরিবেশন এবং জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের প্রারম্ভিকতা ঘোষণা করা হয়৷ এরপরে শিক্ষার্থীরা ‘স্কলার্সহোম থিম সং’ পরিবেশন করে যা অনুষ্ঠানকে প্রানবন্ত করে তোলে।
সভপতির বক্তব্যে মেজর (অব:) নাজিম মজুমদার শিক্ষার্থীদের উৎসাহিত করে খেলাধুলার গুরুত্ব ব্যাখ্যা করেন এবং ভবিষ্যতে আরও ভালো আয়োজনের প্রতিশ্রুতি দেন৷ তিনি অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে বিজয়ী ৮৪ জন শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন। বিশেষ আকর্ষন হিসেবে ‘চেয়ারম্যান স্কলারশীপ দেয়া হয় ইফফাত জামিলা নিহাকে৷। অনুষ্ঠানের শেষ পর্বে শিক্ষকদের অংশগ্রহনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।