শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৭:০২ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট : পাকিস্তানে গিয়ে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে অস্বীকৃতি জানায় ভারত। যার ফলে এক প্রকার বাধ্য হয়েই হাইব্রিড মডেলে এই টুর্নামেন্ট আয়োজন করতে হচ্ছে পাকিস্তানকে। যা ভালোভাবে নিতে পারেনি পাকিস্তান। তাই সুযোগ বুঝে ভারতের একগুঁয়েমির জবাব দিয়েছে তারা।
পাকিস্তানের করাচি জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচ। তাই এই মাঠের সাজসজ্জা নিয়ে বেশ ব্যস্ত সময় পার করেছে পিসিবি। টুর্নামেন্ট শুরু আগে স্টেডিয়ামে অংশগ্রহণকারী সাত দেশের পতাকা টানিতেছে পিসিবি। সেখানে নেই কেবল ভারতের পতাকা।
এর কারণ জানতে ভারতের বেসরকারি নিউজ এজেন্সি ‘আইএএনএস’ যোগাযোগের চেষ্টা করে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে। একটি সূত্র আইএএনএস-কে জানিয়েছে, আপনি জানেন, ভারত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এ তাদের ম্যাচ পাকিস্তানে এসে খেলবে না (ভারতের ম্যাচগুলো হবে আরব আমিরাতে)।
‘করাচির ন্যাশনাল স্টেডিয়াম, রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম ও লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে যেসব দেশ খেলবে, (শুধু) তাদের পতাকা উত্তোলন করা হয়েছে।’
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায়, স্টেডিয়ামের মিডিয়া ভবনের ছাদে স্ট্যান্ড ব্যবহার করে বেশ কিছু পতাকা লাগানো হয়েছে। এর মধ্যে চ্যাম্পিয়নস ট্রফিতে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের পতাকা উড়তে দেখা যায়।
সেখানে শুধু ভারত ও বাংলাদেশের পতাকা দেখা যায়নি।
বাংলাদেশের বিষয়টি উল্লেখ করে সূত্র জানিয়েছে, ভারতীয় দল তাদের ম্যাচগুলো দুবাইতে খেলবে। দ্বিতীয়ত, বাংলাদেশ দল এখনও পাকিস্তানে আসেনি এবং তারা প্রথম ম্যাচ ভারতে বিপক্ষে দুবাইতে খেলবে। তাই তাদের পতাকা উত্তোলন করা হয়নি।
‘অন্য যেসব দেশ এখানে এসেছে এবং পাকিস্তানে খেলবে, তাদের পতাকা স্টেডিয়ামে রয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলো বিভিন্ন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবং সেখানে খেলতে আসা দলগুলোর সম্মানে তাদের পতাকা উত্তোলন করা হচ্ছে।’
এদিকে ভারতের জনপ্রিয় গণমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, শুধু করাচি নয় গাদ্দাফি স্টেডিয়ামও নেই ভারতের পতাকা। তবে এ বিষয়ে পিসিবি এবং আইসিসি থেকে কিছুই জানানো হয়নি এখনও।
এবারের আসরে ভারতের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। এই দুই পরাশক্তির লড়াই দেখতে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ থাকে তুঙ্গে। এবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তার ব্যতিক্রম হচ্ছে না।