শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৬:৫০ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট : চ্যাম্পিয়নস ট্রফির হাইভোল্টেজ ম্যাচের টিকিট নিয়ে একের পর এক রেকর্ড গড়ছে। চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের এই ম্যাচের টিকিট মাত্র এক মিনিটেই বিক্রি হয়ে গেছে। রোবাবার (১৬ ফেব্রুয়ারি) দ্বিতীয় দফায় আলোচিত এই ম্যাচের জন্য বাড়তি টিকিট বাজারে ছাড়ে আইসিসি।
এদিকে, ভারত-পাকিস্তানের এই ম্যাচকে ওভারহাইপড বলছেন টিম ইন্ডিয়ার সাবেক স্পিনার হরভজন সিং। তার মতে, একতরফা হতে যাওয়া এই ম্যাচে ভারতের কাছে পাত্তাই পাবে না পাকিস্তান।
যেকোনো ইভেন্টে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই হট কেক। এই ম্যাচ ঘিরে দেখা দেয় তুমুল উত্তেজনা। স্টেডিয়ামে বসে দু’দলের মহারণ দেখতে মুখিয়ে থাকেন সমর্থকরা। তাইতো এই ম্যাচের টিকিটের চাহিদা সবসময়ই আকাশচুম্বী।
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতেও আবারও মুখোমুখি হচ্ছে বিশ্ব ক্রিকেটের দুই পরাশক্তি। আগামী ২৩ জানুয়ারি দুবাই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বহুল কাঙ্খিত ভারত-পাকিস্তান ম্যাচ।
আকর্ষণীয় এই ম্যাচের টিকিট নিয়ে এরইমধ্যে সমর্থকদের মাঝে উত্তেজনা ছড়িয়ে গেছে। প্রথম দফায় গেলো ৩ ফেব্রুয়ারি ম্যাচটির টিকিট বাজারে ছাড়ে আইসিসি। তবে ১ ঘণ্টার মধ্যে শেষ হয়ে যায় সব। টিকিট কিনতে না পেরে হতাশ হন অনেক সমর্থক।
দর্শকদের চাহিদার কথা বিবেচনায় রেখে রোববার অতিরিক্ত কিছু টিকিট বাজারে ছাড়ে আইসিসি। তবে এবার আগের রেকর্ড ভেঙে মাত্র ১ মিনিটে শেষ হয় সব টিকিট। এ থেকেই বোঝা যায় ম্যাচটা নিয়ে কতোটা আগ্রহ সমর্থকদের।
চ্যাম্পিয়নস ট্রফির হাইভোল্টেজ ম্যাচের টিকিট নিয়ে একের পর এক রেকর্ড গড়ছে। চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের এই ম্যাচের টিকিট মাত্র এক মিনিটেই বিক্রি হয়ে গেছে। রোবাবার (১৬ ফেব্রুয়ারি) দ্বিতীয় দফায় আলোচিত এই ম্যাচের জন্য বাড়তি টিকিট বাজারে ছাড়ে আইসিসি।
এদিকে, ভারত-পাকিস্তানের এই ম্যাচকে ওভারহাইপড বলছেন টিম ইন্ডিয়ার সাবেক স্পিনার হরভজন সিং। তার মতে, একতরফা হতে যাওয়া এই ম্যাচে ভারতের কাছে পাত্তাই পাবে না পাকিস্তান।
যেকোনো ইভেন্টে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই হট কেক। এই ম্যাচ ঘিরে দেখা দেয় তুমুল উত্তেজনা। স্টেডিয়ামে বসে দু’দলের মহারণ দেখতে মুখিয়ে থাকেন সমর্থকরা। তাইতো এই ম্যাচের টিকিটের চাহিদা সবসময়ই আকাশচুম্বী।
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতেও আবারও মুখোমুখি হচ্ছে বিশ্ব ক্রিকেটের দুই পরাশক্তি। আগামী ২৩ জানুয়ারি দুবাই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বহুল কাঙ্খিত ভারত-পাকিস্তান ম্যাচ।
আকর্ষণীয় এই ম্যাচের টিকিট নিয়ে এরইমধ্যে সমর্থকদের মাঝে উত্তেজনা ছড়িয়ে গেছে। প্রথম দফায় গেলো ৩ ফেব্রুয়ারি ম্যাচটির টিকিট বাজারে ছাড়ে আইসিসি। তবে ১ ঘণ্টার মধ্যে শেষ হয়ে যায় সব। টিকিট কিনতে না পেরে হতাশ হন অনেক সমর্থক।
দর্শকদের চাহিদার কথা বিবেচনায় রেখে রোববার অতিরিক্ত কিছু টিকিট বাজারে ছাড়ে আইসিসি। তবে এবার আগের রেকর্ড ভেঙে মাত্র ১ মিনিটে শেষ হয় সব টিকিট। এ থেকেই বোঝা যায় ম্যাচটা নিয়ে কতোটা আগ্রহ সমর্থকদের।
এদিকে এই ম্যাচের টিকিট নিয়ে সমর্থকরা বেশি মাতামাতি করছেন বলে মন্তব্য করেন ভারতের সাবেক স্পিনার হরভজন সিং। এই ক্রিকেটার জানান ভারত-পাকিস্তান ম্যাচটি হবে এক তারফা। যেখানে বিরাট-রোহিতদের সামনে পাত্তাই পাবে না চ্যাম্পিয়নস ট্রফির বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তান।