রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৪:৩৫ পূর্বাহ্ন
বিকুল চক্রবর্তী: শ্রীমঙ্গল কালাপুর ৫শত বছরের প্রাচীন শ্রী শ্রী রাধানাথজিউর সেবাশ্রমের (গোস্বামী বাড়ী) নাট মন্দির এর উদ্বোধন করা
হয়েছে। করোনাকালীণ স্বাস্থ্যবিধি মেনে এ উপলক্ষে চলছে তিন দিন ব্যাপী ধর্মীয় আচার অনুষ্ঠান।
শুক্রবার বিকেলে সামাজিক দুরত্ব বজায় রেখে ধর্মীয় বিধিঅনুশারে এর উদ্বোধন করেন শ্রীমঙ্গল বিটিআর আই উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান
শিক্ষক ভাগবতরতœ শ্রী জগদীশ গোস্বামী।
রাধানাথ সেবাশ্রমের প্রধান সেবায়েত শ্রী প্রীতি রঞ্জন গোস্বামীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রেম সাগর হাজরা, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, কালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান মুজুল, মুক্তিযোদ্ধা এম এ মতলিব, সাংবাদিক বিকুল চক্রবর্তী, ইউপি সদস্য মুজিবুর রহমান, পংকজ গোস্বামী, পিংকু গোস্বামী, শ্রী স্বপন কপালী প্রমূখ। এর আগে ধর্মীয় কাযক্রম শুরু হয় বৃহস্পতিবার সন্ধায় এবং তা শেষ হবে শনিবার সকালে।