মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২৩ পূর্বাহ্ন
রাজনগর প্রতিনিধি: রাজনগরে মাস জুরে ১৫০টাকায় আনলিমিটেড দ্রæতগতির তারবিহীন ইন্টারনেট ওয়াইফাই সেবা চালু করেছে জিটিসি নেট। শুক্রবার (২৭ আগস্ট) রাজনগর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে জিটিসি সার্ভিস সেন্টারের উদ্বোধন করেন রাজনগর উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান খান।
উদ্বোধন উপলক্ষে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ২৭ আগস্ট রাজনগর বাজার এলাকায় ফ্রি ওয়াইফাই সেবা দেয়া হচ্ছে। উক্ত আনুষ্টানে সভাপতিত্ব করেন রাজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান খয়রুল মজিদ সালেক। এইচ এম এবাদুর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জিটিসি নেট এর বিজনেস পার্টনার রিপন আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কিউ আর ইনোভেশন টেকনোলজি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এ এইচ এম মোস্তফা কামাল, রাজনগর প্রেসক্লাবের সভাপতি আউয়াল কালাম বেগ,সাধারণ সম্পাদক আব্দুর রহমান সোহেল, জিটিসি নেটের নির্বাহী পরিচালক হাবিবুর রহমান হিমেল, প্যান এম টেক লিমিটেডের জোনাল ম্যানেজার সিরাজুল ইসলাম শিপন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক আব্দুল কাদির ফৌজী, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ফরহাদ হোসেন,জোনাল ও বিশিষ্ট ব্যবসায়ী সিজিল আহমদ প্রমুখ