বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০২:৪৫ পূর্বাহ্ন
ক্রীড়া ডেস্ক :: অবশেষে পিএসজির জার্সিতে অভিষেক হয়ে গেল আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির। গতকাল রবিবার রাতে তিনি বন্ধু নেইমারের বদলি হিসেবে ৬৬তম মিনিটে মাঠে নামেন। তার অভিষেকের রাতে পিএসজি ২-০ গোলে হারিয়েছে রেমিসকে। দুটি গোলই করেছেন তরুণ তারকা কিলিয়ান এমবাপ্পে। দেড় মাস পর ম্যাচ খেলতে নামায় স্বাভাবিকভাবে চেনা রূপেও দেখা যায়নি আর্জেন্টাইন তারকাকে। পিএসজি কোচের কথাতেও পাওয়া গেল তার প্রতিফলন।
অভিষেক ম্যাচে আহামরি কিছু করতে পারেননি মেসি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে পিএসজি কোচ মাওরিসিও পচেত্তিনো বলেছেন, ‘সে এখনও তার সেরা ফর্ম থেকে অনেক দূরে আছে। তবে সে অনুশীলনে ভালো করছে। আগামী দুই সপ্তাহের মধ্যে সে পুরোপুরি ফিট হয়ে যাবে।তার কাছ থেকে সেরাটা পাওয়ার জন্য আমরা অপেক্ষা করছি। আমি খুব খুশি যে তার অভিষেক হয়েছে। এটা তার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল।’
গত ১০ জুলাই কোপা আমেরিকার ফাইনালের পর এই প্রথম ম্যাচ খেলতে নামেন মেসি। চলতি মাসেই তিনি বার্সেলোনা থেকে নাটকীয়ভাবে পিএসজির সঙ্গে দুই বছরের চুক্তিবদ্ধ হন। পচেত্তিনো আরো বলেন, ‘সে ভালো করেছে। বলে প্রথম স্পর্শ থেকেই সে সতীর্থদের মানসিক প্রশান্তি এনে দিয়েছে। অভিষেকে জয় পাওয়াটা তার জন্য ভালো হয়েছে। তার নামে দর্শকদের চিৎকার শুনে ভালো লেগেছে, আর সেটা শুধু আমাদের সমর্থকরাই নয়। বিষয়টা এমন কিছু যা লিও অর্জন করেছে।’