শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ০২:৪৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : ৫ এপ্রিল সোমবার করোনা ভাইরাস সংক্রমণ রোধে এক সপ্তাহের লকডাউনের প্রথম দিনে মৌলভীবাজারে স্বাস্থ্যবিধি মানছেনা বেশির ভাগ মানুষ। বিশেষ করে রাস্তায় বের হওয়া ছোট যানবাহনে গাদাগাদি করে যাত্রী পরিবহন করতে দেখা গেছে। কাঁচাবাজার গুলোতেও দেখা গেছে একই চিত্র। ঘর থেকে বের হওয়া বেশিরভাগ মানুষ মাস্ক ছাড়াই বের হয়েছেন। নিত্য প্রয়োজনীয় কেনাকাটার সময় নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রাখছেন না।
অনেক ক্রেতা ও বিক্রেতাকে বেচা কেনা করতে মাস্ক ব্যবহার করছেননা। অনেকের মাস্ক থাকলেও ব্যবহারে উদাসীন বা নিদিষ্ট স্থানে থেকে নামিয়ে রাখতে দেখা গেছে।