রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৬:৫৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: মৌলভীবাজার সদর উপজেলার ১নং খলিলপুর ইউনিয়নের শেরপুর নতুন বস্তি এলাকায় শিশু ধর্ষনের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে মৌলভীবাজার মডেল থানায় ভিকটিম (৮) এর পিতা বাদী হয়ে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে জানা যায়, গত ১ নভেম্বর সন্ধ্যায় নতুন বস্তি এলাকার মৃত মনর উদ্দিনের ছেলে আলী হোসেন (৩৮) ১০ টাকা দেওয়ার লোভ দেখিয়ে ভিকটিমকে তার বসত ঘরে নিয়ে গিয়ে মোবাইল ফোনে অশ্লীল ভিডিও দেখিয়ে জোর পূর্বক ধর্ষনের চেষ্টা করে। শিশুটি ধস্তাধস্তি করে আলী হোসেনের হাত থেকে ছুটে গিয়ে বাড়িতে চলে আসে। ঘটনার পর থেকে শিশুটি খাওয়া দাওয়া ছেড়ে দেয় ও সব সময় ভীত থাকে। বিষয়টি মা বাবার নজরে আসলে তাকে জিজ্ঞাস করলে ধর্ষনের চেষ্টার বিষটি তাদেরে অবগত করে। ভিকটিমের পিতা এলাকার মুরব্বি হাফিজ মিয়াকে অবগত করলে তিনি দেখে দেওয়ার আশ্বাস দেন। ঘটনার বিষয়ে সন্তুষ জনক কোন জবাব না পেয়ে ভিকটিমের পিতা মৌলভীবাজার মডেল থনায় অভিযোগ দায়ের করেন। বর্তমানে শিশুটি মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি রয়েছে। উলেখ্য আলী হোসেন পূর্বে এক নাবালিকাকে ধর্ষনের দায়ে এলাকার শালিসে ৫০ হাজার টাকা জরিমানা দেয়। সেই পাষন্ডের ধর্ষনে এক পুত্র সন্তান জন্ম গ্রহণ করে। শিশুটির অসহায় মা তার জন্ম নিবন্ধনে তার পিতার পরিচয় হিসাবে, পিতার কলামে ৫০ হাজার টাকা উলেখ করেন। এ ব্যপারে জানতে চাইলে এলাকার একাধিক লোকজন দৈনিক মৌমাছি কন্ঠকে জানান- ধর্ষণের কাজে শীর্ষে শেরপুরে নতুন বস্তির আলী হোসেন। সে এলাকায় শিশু ও কিশোরীদের জন্য আতংক। এ সংবাদ পরিবেশন পর্যন্ত আলী হোসেনকে আজ সন্ধায় আটক করেছে শেরপুর পুলিশ ফাঁড়ি। তাকে ছাড়িয়ে নেওয়ার জন্য স্থানীয় জন প্রতিনিধি ও প্রভাবশালী মহল জোর তদবির চালাচ্ছে।
মৌলভীবাজার ধর্ষণের কাজে শীর্ষে শেরপুরে নতুন বস্তির আলী ! জন্মনিবন্ধনে পিতার নাম ৫০ হাজার