শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৬:০০ পূর্বাহ্ন
সংবাদদাতা: মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের বর্ষিজোড়া মাইজপারা মুজিব বর্ষ উপলক্ষে পুনর্বাসিত ভূমিহীন পরিবারের মধ্যে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক আয়োজিত ৭ দিন ব্যাপী “হাঁস মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন করা হয়। ১৫ নভেম্বর সোমবার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্বে মোঃ জসিম উদ্দিনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান, ভূমি সহকারী কর্মকর্তার বিজয় কান্তি শীল,বিশিষ্ট সমাজসেবক আখতার উদ্দিন আহমদ, উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কোর্স সমন্বয়কারী বাবু অমলেন্দু দাশ মিলনসহ উপজেলা পর্যায়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।