বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০৩:৩৮ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক: মৌলভীবাজারে গত ২৪ ঘণ্টায় আরও ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে এ সময়ে জেলার কেউ করোনা সংক্রমিত হয়ে মারা যাননি। বুধবার (৭ এপ্রিল) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ১৩৮ জনের নমুনা পরীক্ষায় ২২ জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া যায়। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৬ শতাংশ। নতুন শনাক্ত ২২ জনকে নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ১১১ জনে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জেলায় মারা গেছেন ২৪ জন। মোট আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৯২৪ জন।
সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ জানান, করোনার সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি নিশ্চিতে অভিযান পরিচালনা করছে মৌলভীবাজার জেলা প্রশাসন। একই সঙ্গে সকলকে স্বাস্থ্যবিধি এবং সরকার থেকে আরোপিত নিষেধাজ্ঞা মেনে চলার অনুরোধ জানান তিনি।