সোমবার, ০৫ জুন ২০২৩, ০৩:১৬ পূর্বাহ্ন
মশাহিদ আহমদ : রাজনগর উপজেলার ২নং উত্তরভাগ ইউনিয়নে ৮নং ওয়ার্ডে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে জমে উঠেছে প্রার্থীদের প্রচার-প্রচারণা। প্রতীক বরাদ্দের পর থেকে প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করে চলেছেন। যেন আচরণবিধি লঙ্ঘনের প্রতিযোগিতা চলছে। সর্বশেষ গত ২১ ডিসেম্বর ভোর ৬ টার দিকে ৮নং ওয়ার্ডের মোরগ মার্কা প্রতিকের মেম্বার পদ প্রার্থী আব্দুল জলিল ভোটারদের ঘরে ঘরে গিয়ে নগদ টাকা বিতরণ করেন। বিষয়টি এলাকায় জানা জানি হলে ব্যাপক সমালোচনা ও তোপের মুখে পড়েন তিনি। এ ব্যপারে জানতে চাইলে স্থানীয় ভোটার সন্ধা রানী দাস জানান- ভোর ৬টার দিকে মোরগ মার্কা প্রতিকের মেম্বার পদ প্রার্থী আমাকে এসে নগদ ৫শত টাকা দিয়ে বলেন, আমাকে ভোট দিবেন। আমি টাকা রাখতে রাজী হয়নি। রঞ্জন দাস, অঞ্জন দাসসহ একাধিক ভোটার বলেন- আমাদের টাকা দিয়ে ভোট কিনে নিতে চাইছেন। জানতে চাইলে ৮নং ওয়ার্ডের মোরগ মার্কা প্রতিকের পদ প্রার্থী আব্দুল জলিল বলেন- আমি এলাকার সন্তান হিসাবে ভোরে ভোটারদের বাড়ী বাড়ী গিয়েছি। নগদ অর্থ বিতরণ ও ভোরে ভোটারদের বাড়ী বাড়ী গিয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন এমন প্রশ্নের জবাবে তিনি কোন সঠিক জবাব দিতে পারেননি। এ ব্যপারে জানতে রাজনগর উপজেলা যুব উন্নয়ন অফিসার ও ২নং উত্তরভাগ ইউনিয়নের সংশ্লিষ্ট পিজাইটিং অফিসার নজরুল ইসলাম জানান- বিষয়টি আমি অবগত আছি। এ ব্যপারে লিখিত অভিযোগ দায়ের করার জন্য ভোটারদের অনুরোধ জানিয়েছি।