শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৫:২৭ পূর্বাহ্ন
বিশেষ প্রতিনিধি: বহু জল্পনা- কল্পনার অবসান ঘটিয়ে মৌলভীবাজার সদর উপজেলার ১২টি ইউনিয়নে রেসরকারি ভাবে চেয়ারম্যান পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন:-
১ নং খলিলপুর ইউনিয়ন পরিষদ: আবু মিয়া চৌধুরী (আনারস), ২ নং মনুমুখ ইউনিয়ন পরিষদ: জুনু মিয়া (নৌকা). ৩ নং কামালপুর ইউনিয়ন পরিষদ : আপ্পান আলী (ঘোড়া), ৪ নং আপার কাগাবলা ইউনিয়ন পরিষদ: ইমন মোস্তফা (মোটরসাইকেল), ৫ নং আখাইলকুড়া ইউনিয়ন পরিষদ : জুনু মিয়া (নৌকা), ৬ নং একাটুনা ইউনিয়ন পরিষদ : আবু সুফিয়ান (নৌকা), ৭ নং চাঁদনীঘাট সদর ইউনিয়ন পরিষদ : আখতার উদ্দিন (নৌকা), ৮ নং কনকপুর ইউনিয়ন পরিষদ : রুবেল উদ্দিন (চশমা), ৯ নং আমতৈল ইউনিয়ন পরিষদ : সুজিত দাশ (আনারস), ১০ নং নাজিরাবাদ ইউনিয়ন পরিষদ : আশরাফ উদ্দিন আহমদ (চশমা), ১১ নং মোস্তফাপুর ইউনিয়ন পরিষদ : তাজুল ইসলাম তাজ (আনারস), ১২ নং গিয়াসনগর ইউনিয়ন পরিষদ : গোলাম মোশারফ টিটু (মটর সাইকেল)।