শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৫:২৭ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট : পেটে ব্যথা নিয়ে সোমবার হাসপাতালে ভর্তি হয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো। চিকিৎসরা জানিয়েছেন তার অন্ত্রে জটিলতা দেখা দিয়েছে।
২০১৮ সালে ছুরিকাঘাতের ঘটনার জেরে এমনটি হতে পারে বলে তাদের ধারণা। রোববার মধ্যাহ্নভোজের পরই অসুস্থতা শুরুর কথা জানান বলসোনারো।
তখনই হাসপাতালে ভর্তির পর চিকিৎসকরা তাকে একটি ন্যাসোগ্যাস্ট্রিক টিউব পরিয়ে দেন। হাসপাতালে থাকা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন প্রেসিডেন্ট।
টুইট বার্তায় তিনি বলেন, ‘পেটে অভ্যন্তরীণ জটিলতা সৃষ্টি হওয়ায় সম্ভাব্য সার্জারির জন্য আরও কিছু পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন রয়েছে।’ একই লক্ষণ নিয়ে দ্বিতীয়বার হাসপাতালে ভর্তি হলেন বলসোনারো।