শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৫:২৫ পূর্বাহ্ন
সিলেট প্রতিনিধি :: সিলেটের কৃতিসন্তান, সিলেট-১ আসনের সাংসদ ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের ঐকান্তিক প্রচেষ্টায় সিলেটে স্থাপন করা হচ্ছে ওয়াসা (Wasa- Water and Swearage Authority) কার্যালয়। এটি পানি সরবরাহ এবং নর্দমা ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত একটি আধা স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান।
ইতোমধ্যে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয় এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। আগামী কয়েক মাসের মধ্যেই এর কার্যক্রম শুরু হবে।
নগরভবনে বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তথ্যগুলো জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী।