শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৪:১২ অপরাহ্ন
মিজানুর রহমান মিজান:: “ডিজিটাল বাংলাদেশ ই-সেবা ক্যাম্পেইন-২০২১” এ ৩য় বারের মতো মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ পিডিসি উদ্যোক্তা নির্বাচিত হয়েছেন শ্রীমঙ্গলের মেয়ে শিউলী আক্তার ।
তাকে ক্রেষ্ট, সম্মাননা পত্র, ও আর্থিক সম্মানি প্রদান করেন মৌলভীবাজার জেলার মান্যবর জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
শিউলী আক্তার কে একবার দেশসেরা উদ্যোক্তা, তিনবার মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ উদ্যোক্তা, একবার সিলেট বিভাগীয় শ্রেষ্ঠ উদ্যোক্তা নির্বাচিত করা হয়েছে।
শিউলী আক্তারকে মৌলভীবাজার জেলার শ্রেষ্ট পিডিসি উদ্যোক্তা নির্বাচিত করায় মৌলভীবাজার জেলা প্রশাসক এবং সংশ্লিষ্ট সকল কর্মকর্তা বৃন্দকে ধন্যবাদ জানিয়েছেন।
কাউন্সিলর ও প্যানেল মেয়র মীর এম এ সালাম বলেন, শিউলী দীর্ঘদিন ধরে শ্রীমঙ্গল পৌরসভা ডিজিটাল সেন্টারে উদ্যোক্তা হিসাবে কাজ করছে, সে এর আগে ও অনেক বার পুরস্কার পেয়েছে।
আমি তার সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি।