1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৫:৩৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

বড়লেখা সাবরেজিষ্ট্রার অফিসে মৃত বাবার নামে দলিল করতে গিয়ে ক্রেতা আটক

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২
  • ২৫৫ বার পঠিত

বড়লেখা প্রতিনিধি

বড়লেখা সাবরেজিষ্ট্রার অফিসে রাজস্ব ফাঁকি দিয়ে ও আপন ফুফুর সাথে প্রতারণা করে মৃত বাবার নামে দলিল রেজিষ্ট্রীর চেষ্টাকালে ধরা পড়লেন ভুমি ক্রেতা জয়নাল আবেদীন। তিনি উপজেলার উত্তর লঘাটি গ্রামের মৃত ময়না মিয়ার ছেলে। ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে সাবরেজিষ্ট্রারের এজলাসে। পরে আটক জয়নালকে পুলিশে সোপর্দ করা হয়।

জানা গেছে, উপজেলার উত্তর লঘাটি গ্রামের মৃত ময়না মিয়ার ছেলে জয়নাল আবেদীন আপন ফুফু ছায়ারুন বিবির নিকট থেকে ৯ শতাংশ সাইল শ্রেণীর ভুমি ক্রয়ের দলিল রেজিষ্ট্রী করতে দলিল লেখক জামাল উদ্দিন ও আব্দুল মোহিতের শরনাপন্ন হয়। জয়নাল আবেদীন রাজস্ব ফাঁকি দিতে তথ্য গোপন করে মৃত বাবাকে জীবিত বলে হেবা দলিল রেজিষ্ট্রীর অনুরোধ করলে দলিল লেখকদ্বয় তা প্রস্তুত করেন। প্রয়োজনীয় রাজস্ব জমার রশিদসহ সাবরেজিষ্ট্রারের দপ্তরে দলিল দাখিলের পূর্ব মুহুর্তে অভিযোগ উঠে ক্রেতা জয়নাল আবেদীন অন্য কাজের কথা বলে ফুফুকে সাবরেজিষ্ট্রার অফিসে এনে ফুফুর রেকর্ডিয় ৯ শতাংশ ভুমি মৃত বাবার নামে লিখে নিচ্ছে। তখনই সাবরেজিষ্ট্রার, সংশ্লিষ্ট দলিল লেখক ও সমিতির নেতৃবৃন্দ জয়নালকে আটক করেন।

উপজেলা সাব-রেজিষ্ট্রার নিতেন্দ্র লাল দাস জানান, মৃত ব্যক্তির নামে দলিল রেজিষ্ট্রী করার কোন নিয়ম নেই। ডিড রাইটারদের কাছে তথ্য গোপন ও ফুফুকে ভুল বুঝিয়ে ভুমি রেজিষ্ট্রীর চেষ্টা করছিল জয়নাল আবেদীন। বিষয়টি ধরা পড়ায় হ্যান্ড দলিলসহ তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..