শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৪:৩১ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি :: বুধবার মৌলভীবাজার জেলার কুলাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে জিআর মামলায় পরোয়ানাভূক্ত এক আসামীকে গ্রেফতার করা হয়েছে।
কুলাউড়া থানার আব্দুর রহিম সঙ্গীয় ফোর্সসহ জিআর ২২৫/২১ এর পরোয়ানাভূক্ত আসামী হাসান আলীকে কুলাউড়া থানার পূর্ব ফটিগুলি এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত হাসান আলী কুলাউড়া থানার পূর্ব ফটিগুলি এলাকার মৃত নিয়ামত আলীর ছেলে।
কুলাউড়া থানার ইন্সপেক্টর তদন্ত মোঃ আমিনুল ইসলাম বলেন কুলাউড়া থানার এসআই আব্দুর রহিম সঙ্গীয় ফোর্সসহ জিআর মামলার পরোয়ানাভূক্ত এক আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে