বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৫:১০ পূর্বাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের তাহিরপুরে আগুন লেগে এক সঙ্গে থাকা ৩৫টি বৈদ্যুতিক মিটার পুড়ে ছাই হয়ে গেছে। তাহিরপুর উপজেলার সদর বাজারে শাহজালাল টাওয়ারে এই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে। টাওয়ারের নিচ তলার কক্ষের মিটার রুম থেকে এই অগ্নিকান্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোরে তাহিরপুর সদর বাজারে শাহজালাল টাওয়ারে নীচ তলার একটি কক্ষ থেকে আগুনের শিখা বের হচ্ছে বাজারে থাকা কয়েকজন দেখতে পান। কিছুক্ষণের মধ্যে আগুন বিশাল আকার ধারণ করে। পরে বাজারের লোকজন ও গ্রামবাসী টাওয়ারের উপরের তলার হোটেলে থাকা লোকজনকে দ্রুত নীচে নামিয়ে আনেন। একপর্যায়ে পুলিশ ও বিশ্বম্ভরপুর ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে এসে প্রায় দুই ঘন্টার পর আগুন নিয়ন্ত্রণে নেন।
শাহজালাল টাওয়ারের পরিচালক আবুল হাসান রাসেল জানান, টাওয়ারের নীচ তলার মিটার রুম থেকে আগুনের সূত্রপাত হয়ে বৈদ্যুতিক লাইন সহ ৩৫টি মিটার পুড়ে গেছে। এতে ক্ষয়ক্ষতি হবে প্রায় ৫লাখ টাকা।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর বলেন সংবাদ শুনে ঘটনাস্থল পরিদর্শন করে দেখতে পেয়েছি নীচ তলায় থাকায় ৩৫টি মিটার পুড়ে ছাই হয়ে গেছে। আগুন বড় আকার ধারণ না করায় অল্পের জন্য রক্ষা পেয়েছে এ টাওয়ারটি।