রবিবার, ২৩ মার্চ ২০২৫, ১২:৫০ পূর্বাহ্ন
কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে নবনির্মিত জেলা পরিষদ অডিটোরিয়ামের উদ্বোধন করা হয়েছে। রোববার (৬ ফেব্রুয়ারি) বিকেলে ৫শ আসন বিশিষ্ট অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হল- এর উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান।
কুলাউড়া ইউএনও এটিএম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে নবনির্মিত অডিটোরিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তারই প্রমাণ আজ কুলাউড়ায় অত্যাধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন অডিটোরিয়াম এর উদ্বোধন। প্রধানমন্ত্রী প্রতি উপজেলায় এ ধরনের একটি করে অডিটোরিয়াম নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছেন যা পর্যাক্রমে বাস্তবায়ন হচ্ছে।
তিনি আরও বলেন, জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের একটি দেশ উপহার দিয়েছেন। তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। আগামী ৪১ সালে এ দেশ একটি উন্নত দেশে পরিণত হবে।
মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য মাহবুবুর রহমান মান্নার পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে কুলাউড়াবাসীকে জেলা পরিষদের অর্থায়নে অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হল উপহার দেয়ার জন্য কৃতজ্ঞতা জানিয়ে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কুলাউড়া উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান, কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি।
আরও বক্তব্য রাখেন- যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুল মোহিত টুটো, জেলা পরিষদ সদস্য বদরুল ইসলাম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদের সম্পাদক গৌরা দে, ইউপি চেয়ারম্যান মমদুদ হোসেন, কুলাউড়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হান্নান, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, কুলাউড়া নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক আতিকুর রহমান আখই, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সদস্য সচিব রফিকুল ইসলাম টিপু, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুছ ছালাম, পৌর কাউন্সিলার আতাউর রহমান চৌধুরী সোহেল, উপজেলা স্কাউট সম্পাদক সোহেল আহমদ, প্রধান শিক্ষিকা সামছুন নাহার, ইউপি সদস্য আশরাফুল ইসলাম রাজিব। স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিষদের উপ-প্রকৌশলী সাইদুর রহমান।
উল্লেখ্য, মৌলভীবাজার জেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচির বিশেষ বরাদ্ধে ৬ কোটি ৮৬ লাখ ৮৫ হাজার টাকা ব্যয়ে ৫০০ আসন বিশিষ্ট আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত শীততাপ নিয়ন্ত্রিত কুলাউড়া উপজেলা পরিষদ চত্বরে অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস ভবন নির্মাণ করে উদ্বোধন করা হয়। এখন থেকে কুলাউড়াবাসী উক্ত অডিটরিয়ামে রাজনৈতিক ও সাংস্কৃতিক সকল কর্মকাণ্ড পরিচালিত করার সুযোগ পাবে।