সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৪:২৬ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: মৌলভীবাজার সদর থানার ৭নং চাদনীঘাট ইউনিয়নের ইসলামপুর(কিত্তারমহল) গ্রাম পুলিশের বাড়িতে পরিকল্পিত ভাবে দুধর্ষ চুরি সংগঠিত হয়েছে। সোমবার(৭ ফেব্রুয়ারী) রাত আনুমানিক ৩ টায় গ্রাম পুলিশ গোপাল মলিক এর বড়িতে এ চুরির ঘটনা ঘটে। এসময় অজ্ঞাতনামা চোররা বসত ঘরে সঙ্গোপনে প্রবেশ করে ২টি আলমীরা ভেংঙ্গে নগদ ২ লাখ ৭০ হাজার টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার সহ মূল্যবান মোবাইল ফোন নিয়ে যায়। এসময় চোররা পাশ্বের রোম ও প্রতিবেশীর ঘর বাহির থেকে তালা মেরে রাখে। এ ব্যাপারে গোপাল মলিক বাদী হয়ে মৌলভীবাজার মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন। এব্যাপারে ৭নং চাদনীঘাট ইউনিয়নের চেয়ারম্যান আক্তার উদ্দিন বলেন চুরির ঘটনা শুনার সাথে সাথে আমি ঘটনা স্থলে গিয়েছি। চরির ঘঁনায় আমি মর্মহত হয়েছি। এ চুরিটা আমার ইউনিয়নে সাধারন চুরি নয়, আমার অফিসের স্টাফের বাড়িতে ও একজন সাংবাদিকের বাড়িতে ঘটেছে। এ বিষয়ে আমি পুলিশ প্রশাসনের সাথে কথা বলেছি এবং বিষয়টি গুরুত্ব সহকারে দেখার জন্য বলেছি। আশা করি খুব তারা তারি অপরাধী সনাক্ত হবে।