শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৫:১৭ অপরাহ্ন
জুড়ী প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ীতে আব্দুল কাদির (৪৫) নামে একজনের অপমৃত্যুর খবর পাওয়া গেছে।
ঘটনাটি শুক্রবার দুপুর ২টায় উপজেলার সাগরনাল ইউনিয়নের হোসেনাবাদ গ্রামে ঘটেছে।
আব্দুল কাদির ওই গ্রামের মৃত আব্দুল মন্নান এর বড় ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, আব্দুল কাদির মানসিক রোগসহ বিভিন্ন রোগে প্রায় দুই বছর থেকে ভোগছিলেন। ২ মেয়ে বিয়ে দিয়েছেন এবং ১৭ ও ৮ বছর বয়সের দুই ছেলে রয়েছে তার। তার স্ত্রী গ্রামে বিভিন্ন বাড়িতে গৃহস্থালি কাজ করেন। ঘটনার সময় কাজ শেষে বাড়িতে এসে নিজ ঘরের তীরের সাথে গলায় মাফলার পেছানো স্বামীর ঝুলন্ত লাশ দেখতে পান।
জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ পোস্টমর্টেমের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে এবং একটি অপমৃত্যু মামলা হয়েছে।