বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৬:৩৬ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট : শ্রেষ্ঠ জয়িতা হিসেবে সম্মাননা পেয়েছেন বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের পাঁচজন করে মোট দশজন আত্মপ্রত্যয়ী এবং সংগ্রামী নারী।
রোববার (১৩ ফেব্রুয়ারি) ঢাকায় বাংলাদেশ শিশু একাডেমির সভাকক্ষে দুটি অনুষ্ঠান থেকে অনলাইনের মাধ্যমে তাদেরকে সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
বরিশাল বিভাগের সম্মাননা পাওয়া পাঁচ জয়িতা হলেন- অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে পটুয়াখালী জেলার সদর উপজেলার বুলবুল নার্গিস, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী বরিশাল জেলার উজিরপুর উপজেলার ও এন এম সিদ্দিকা খানম, সফল জননী ক্যাটাগরিতে বরিশাল জেলার মুলাদি উপজেলার সামছুন্নাহার, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা বরিশাল সদরের জেসমিন আক্তার এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় বরিশাল সদরের রহিমা সুলতানা কাজল।
চট্টগ্রাম বিভাগের সম্মাননা পাওয়া শ্রেষ্ঠ পাঁচ জয়িতা হলেন- অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে কুমিল্লা জেলার আদর্শ সদরের নাসিমা আক্তার, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী বান্দরবান পার্বত্য জেলার সাইং সাইং উ, সফল জননী ক্যাটাগরিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার খোশনাহার বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা নোয়াখালী জেলার মাইজদীকোর্ট সদরের নুরজাহান বেগম রিনি এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় রাঙামাটি পার্বত্য জেলার বিলাইছড়ি উপজেলার নিরোদা বালা চাকমা।