শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১১:৫৭ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি : বন্ধন প্রবাসী কল্যাণ সংগঠনের অর্থায়নে ও জেলা সমাজসেবা কার্যালয় এর সার্বিক সহযোগিতায় দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ১৫ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে মৌলভীবাজার জেলা সমাজসেবা কার্যালয়ে বন্ধন প্রবাসী কল্যাণ সংগঠনের সভাপতি নুরুল আমীন বখস এর সভাপতিত্বে ও সংবাদকর্মী আব্দুল বাছিত খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক রাশেদুজ্জামান চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো: আবুল কাশেম, কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক পিন্টু দেবনাথ। অনুষ্ঠানে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ে কর্মরত কর্মকর্তা ও কর্মচারী ও অন্যান্যরা। পরে বন্ধন প্রবাসী কল্যাণ সংগঠনের পক্ষ থেকে অতিথিদের সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন সংগঠনের সভাপতি নুরুল আমীন বখস।