শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৫৪ অপরাহ্ন
মিজানুর রহমান :মঙ্গলবার মৌলভীবাজার জেলার সদর মডেল থানা দ্বি-বার্ষিক পরিদর্শন করেছেন মফিজ উদ্দিন আহমেদ, পিপিএম, ডিআইজি, সিলেট রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, সিলেট । ডিআইজি মৌলভীবাজার সদর মডেল থানায় পৌঁছালে তাঁকে ফুলেল অভ্যর্থনা জানান মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া ।
এসময় ডিআইজি সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিনুল হকের নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে।
সালাম ও অভিবাদন গ্রহণ শেষে ডিআইজি সদর মডেল থানার অস্ত্রাগার, মালখানা, ব্যারাক, হাজতখানা ও থানায় রক্ষিত রেজিস্ট্রারসমূহ খতিয়ে দেখেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) এ,বি,এম মুজাহিদুল ইসলাম পিপিএম, সদর মডেল থানার অফিসার ইনচার্জ ইয়াছিনুল হক, পুলিশ পরিদর্শক (তদন্ত) গোলাম মর্তুজা , পুলিশ পরিদর্শক (অপারেশন) মশিউর রহমান ও জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ অফিসার ও পুলিশ সদস্যবৃন্দ।