মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০২:০৩ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক :: মধ্য আফ্রিকার দেশ কঙ্গোতে জঙ্গিদের হাতে অন্তত ২০ বেসমারিক লোক নাগরিক নিহত হয়ছেন।
রবিবার রাতে দেশটির কিকুরা গ্রামে এই হামলা চালায় জঙ্গিরা। এ ঘটনায় এডিএফ সংগঠনকে দায়ী করছেন স্থানীয়রা।
উগান্ডা ভিত্তিক এই জঙ্গি গোষ্ঠীটি ২০১৩ সাল থেকেই কঙ্গোতে সক্রিয় রয়েছে। এই সময়ের মধ্যে সংগঠনটির সদস্যদের হাতে কয়েক হাজার মানুষের প্রাণহানি হয়েছে বলে অভিযোগ রয়েছে।
রবিবারের এই হামলায় জড়িত জঙ্গিদের ধরতে যৌথ অভিযানে নেমেছে উগান্ডা ও কঙ্গোর আইনশৃঙ্খলা বাহিনী।